Sunday, June 22, 2025

ব্রিজ ভাঙ্গেনি ভেঙেছে লক্ষাদিক মানুষের স্বপ্ন!

শুয়াকৈর ব্রিজ

সরিষাবাড়ি উপজেলা কামরাবাদ ইউনিয়নের অন্তর্গত গ্রাম শুয়াকৈর নদীর উপর ব্রিজটি তৈরি করার অল্প দিনের মধ্যেই ভেঙে পড়ে! দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা পড়ে আছে!কিন্তু দায়িত্বশীল কোন মহলের নজরে এনে মেরামতের চিন্তাভাবনাও করছে না এখানে ব্রিজ ভাঙ্গেনি ভেঙেছে হাজারো মানুষের স্বপ্ন!! লক্ষাধিক মানুষের যাতায়াত এই নদীর উপর দিয়ে তাদের দুর্ভোগ কষ্ট দেখার যেন কেউ নেই!!

যথাযথ কর্তৃপক্ষ নিকট জোর দাবি এবং আকুল আবেদন জানাচ্ছি শীঘ্রই এই লক্ষাধিক মানুষদের কষ্টের দিকে তাকিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইলো

তার সাথে এলাকাবাসীর সহ সকলকে আওয়াজ উঠান যেখানে যেতে হয় সেখানে যান সবাই জোটবদ্ধ হয়ে দাবি আদায় করুন,,

ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে এই দুর্ভোগের মধ্য থেকে পরিত্রান দিক।

 SM.RUBEL (HB)

Satpuabd.blogspot.com

No comments:

ডাক্তার মিজানুর রহমান

ডাক্তার মিজানুর রহমান এবং তার পিতা ফজলুর রহমান  মানবিক ডাক্তার মিজানুর রহমান --------------------------------------------- তিনি ইচ্ছা করলেই ...