Sunday, December 13, 2020

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস!!




 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

১৪ই ডিসেম্বর ২০২০ খ্রিঃরোজ::সোমবারসময়::১২.১০ মিনিটhttps://satpuabd.blogspot.com/2020/12/blog-post_13.html

স্মরণীয় এই দিনে সকল বুদ্ধিজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই সাথে প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি। 🖤


শ্রদ্ধা মাগফেরাত___শহীদ বুদ্ধিজীবী


"চাইলেই একটি জাতির মেরুদণ্ড ভেঙে ফেলা যায় না, শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের প্রাণোৎসর্গের বিনিময়ে যে উর্বর আর তীক্ষ্ণ মস্তিষ্কের বীজ বুনে গেছেন তা আজও বাংলার সমগ্র জমিনকে রেখেছে স্বাধীন, সার্বভৌম ও অক্ষত।"


~ শেখ রুবেল

Sunday, December 6, 2020

গ্রাম্য গল্প






2000 সালের আগের জনপ্রিয় খেলা ছিল গরু দিয়ে চুরি দৌর!

2000 সালের আগে যাদের জন্ম তারা শুধু বুঝতে পারবে।পরবর্তীতে যাদের জন্ম তারা হয়তো,,না শুনে থাকলে বিষয়টি সঠিক নাও বুঝতে পারেন।
চৈত্র এবং বৈশাখ দুটি মাষ থাকতো গ্রামগঞ্জে আনন্দমেলা!!
ছোট বাচ্চাদের কে হাত ধরে নিয়ে যেত কারো পিতা কাহারো বড় ভাই এবং কাহারো দাদা,,সেমেলার প্রধান আকর্ষণ থাকতো গরু দৌড়।অন্য দিকে থাকত লাঠি বাড়ি খেলা,, ছোট ছোট দোকান,, সাপের খেলা।
চারদিকে থাকতো হইচই!!
খেলার মাঠের পাশের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকতো কম বেশি বয়সের সব ধরনের মেয়েরা""তারাও খেলা উপভোগ করত।
সে সময় গুলো ছিল মহান উৎসব!!!

Wednesday, December 2, 2020

ট্রেন দুর্ঘটনা



তারিখ: ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংবাদ প্রকাশ আমাদের সাতপোয়া ইউনিয়ন সরিষাবাড়ী

মাদারগঞ্জের যুবক ট্রেনের সামনে সেলফি উঠতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু,


সোহানুর সোহাগ

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের মাহলম মন্ডলের ছেলে ও মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মিরাজুল (১৯) সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পরে নিহত হয়েছে।

গত বুধবার, ২ ডিসেম্বর বিকালে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত মিরাজুল পড়াশুনার পাশাপাশি চাকুরি করতো। চাকুরির সুবাধে সিরাজগঞ্জে শহরে থাকতো । বুধবার বিকালে ঘুরতে সিরাজগঞ্জ রেলওয়ে স্টেশনে আসে, রেললাইন এ দাড়িয়ে সেলফি তুলতে গিয়ে পেছন থেকে আসা ট্রেনের নিচে কাটা পরে,ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিরাজুল।


অজ্ঞাত লাশ উদ্ধার


আদ্রা

 

সরিষাবাড়ীতে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

 প্রকাশিত: ৫:৫৮ ২ ডিসেম্বর ২০২০ 

জামালপুরের সরিষাবাড়ী সাতপোয়া ইউনিয়নে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

জানা গেছে,বুধবার(০২ ডিসেম্বর)সকালে উপজেলার ১নং সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা বাজারের পশ্চিম পার্শ্বে মানিক মাস্টার এর বাড়ির উত্তর পাশে দহের মধ্যে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়্ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।

 

এলাকাবাসী এই দেখে সরিষাবাড়ী থানায় সংবাদ দিলে সরিষাবাড়ী থানা পুলিশ তৎক্ষনাৎ ঘটনাস্থলে গিয়ে লাশটি পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান।

 

পরে লাশটি পানি থেকে উদ্ধার করে সুরুতহাল শনাক্তের মধ্যদিয়ে সরিষাবাড়ী থানায় আনা হয়েছে বলে জানান ১নং সাতপোয়া ইউনিয়নের ১নং বিট পুলিশিং কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা এস আই মো: আলতাব হোসেন।

 

এবিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো: ফজলুল করীম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং শনাক্তের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য পরে জামালপুর মর্গে প্রেরণ করা হবে বলে জানান।

 এলাকাবাসী ধারণা করেছে যে অজ্ঞাত ব্যক্তি তিনি একজন ফুটবল খেলোয়াড় এবং দেখতে লোকটি ভিন্ন প্রজাতির মনে হয় । এবং দেখতে মনে হয় লোকটি নিগ্রো জনগোষ্ঠীর লোক।


ডাক্তার মিজানুর রহমান

ডাক্তার মিজানুর রহমান এবং তার পিতা ফজলুর রহমান  মানবিক ডাক্তার মিজানুর রহমান --------------------------------------------- তিনি ইচ্ছা করলেই ...