Thursday, October 23, 2025

সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি


 

রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন
জনাব ডাক্তার মোঃ মিজানুর রহমান (৪০)
তিনি ছিলেন এই স্কুলের সাবেক মেধাবী একজন ছাত্র, মেধাবী ছাত্র হিসেবে তিনি অনেক জায়গায় তার মেধার বিকাশ ঘটিয়েছেন। এখন তার নিজ বিদ্যালয়ের অভিভাবক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। ভবিষ্যতে তার মেধা এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিদ্যালয়ে মেধার আলো ছড়িয়ে দিবেন ইনশাআল্লাহ,,ছাত্র-ছাত্রী শিক্ষক ও গ্রামবাসীর এই প্রত্যাশা।
উক্ত আর এন সি উচ্চ বিদ্যালয় এর সাথে সম্পৃক্ত সকল জনসাধারণ ডাক্তার মোঃ মিজানুর রহমান কে সভাপতি হিসেবে  নির্বাচিত করাই তাহাকে সাধুবাদ জানিয়েছেন এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

নব নির্বাচিত সভাপতি বক্তব্য.......
জনাব ডাক্তার মিজানুর রহমান তিনিও আশ্বাস দিয়েছেন,,তাহার সর্বোচ্চ শ্রম মেধা এবং অন্যান্য সবকিছু দিয়ে  উক্ত বিদ্যালয়ের শিক্ষা খেলাধুলা দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দেয়া সহ, শিক্ষার সাথে সম্পৃক্ত মান উন্নয়ন উন্নতির চরম শিখরে পৌছাতে নিজেকে সপে দিবে।
তিনি আরো বলেন সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করি,সকলের সহযোগিতা সহমর্মিতা আমাদের কাজকে আরো সহজ করে দিবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণ ছোট বড় দল মত নির্বিশেষে একত্রিত হয়ে শিক্ষাকে এগিয়ে নিতে হবে। কেননা আমাদের পরিকল্পনা হলো আমার আর এন সি স্কুল শিক্ষার মান হিসেবে বিশ্বের মধ্যে অত্যাধুনিক হবে ইনশাল্লাহ।

 সকলের পক্ষ থেকে ম্যানেজিং কমিটির সকলকেই জানাই অভিনন্দন ও শুভেচ্ছা

Sunday, October 5, 2025

শোক সংবাদ

মোঃ আবুল কাশেম


আমাদের সাতপোয়া ইউনিয়ন সরিষাবাড়ি,জামালপুর রৌহা বাজারের উত্তর পাশে,মরহুম ইয়াছিন আলী মন্ডলের ছোট ছেলে। (বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিরেক্টর) মোঃ আবুল কাশেম সরকার(৭২) গত কাল তারিখ- ০৫/১০/২০২৫ খ্রিঃ রোজ রবিবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) মরহুমের জানাজা নামাজ আজ সোমবার তাহার নিজ বাড়ী রৌহাতে অনুষ্ঠিত হইবে। আল্লাহ মরহুমের জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন.(আমিন)

সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি

  রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জন...