Saturday, March 27, 2021

পবিত্র শবে বরাত

পবিত্র শবে বরাত





  • ২৯ মার্চ রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
    শবে বরাত বা মধ্য-শা'বান (আরবি: نصف شعبان‎, প্রতিবর্ণী. নিসফে শাবান‎) বা লাইলাতুল বরাত হচ্ছে হিজরী শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে, এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানের অনেক মুসলমান নফল ইবাদাতের মাধ্যমে শবে বরাত পালন করেন। অনেক অঞ্চলে, এই রাতে তাঁদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করা হয়।

No comments:

সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি

  রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জন...