Sunday, December 6, 2020

গ্রাম্য গল্প






2000 সালের আগের জনপ্রিয় খেলা ছিল গরু দিয়ে চুরি দৌর!

2000 সালের আগে যাদের জন্ম তারা শুধু বুঝতে পারবে।পরবর্তীতে যাদের জন্ম তারা হয়তো,,না শুনে থাকলে বিষয়টি সঠিক নাও বুঝতে পারেন।
চৈত্র এবং বৈশাখ দুটি মাষ থাকতো গ্রামগঞ্জে আনন্দমেলা!!
ছোট বাচ্চাদের কে হাত ধরে নিয়ে যেত কারো পিতা কাহারো বড় ভাই এবং কাহারো দাদা,,সেমেলার প্রধান আকর্ষণ থাকতো গরু দৌড়।অন্য দিকে থাকত লাঠি বাড়ি খেলা,, ছোট ছোট দোকান,, সাপের খেলা।
চারদিকে থাকতো হইচই!!
খেলার মাঠের পাশের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থাকতো কম বেশি বয়সের সব ধরনের মেয়েরা""তারাও খেলা উপভোগ করত।
সে সময় গুলো ছিল মহান উৎসব!!!

No comments:

সাবেক ছাত্র RNC স্কুলের সভাপতি

  রৌহা নান্দিনা চুনিয়াপটল (RNC) উচ্চ বিদ্যালয় এর নতুন ম্যানেজিং কমিটির দেওয়া হয়েছে। কমিটিতে যুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জন...