![]() |
গ্রামের সার গরু |
মুসলিম ধর্মালম্বীদের প্রায় মানুষ হালাল প্রাণী হাদিস কোরআন থেকে জানে উট দুম্বা গরু ছাগল ভেড়া ইত্যাদি উপরিউক্ত পশু গুলো কোরবানির উপযুক্ত পশু তবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপছন্দনীয় অঙ্গের কথা ব্যক্ত করেছেন। এবং কুরআনে উল্লেখ্য আছে,যা আমাদের জন্য খাওয়া মোটেও ভালো না তা হল
০১/পুরুষ পশুর প্রজনন অঙ্গ
০২/অণ্ডকোষ
০৩/মাদি প্রাণীর প্রজনন অঙ্গ
০৪/মাংস গ্রন্থি (টিউমারের মতো)
০৫/মূত্রথলি
০৬/পিত্ত
উপরিউক্ত অঙ্গ ব্যতীত হালাল পশুর বাকি সবকিছু খাওয়া যাবে
দলিল সূরা আল আরাফ,,
১৫৭ বাদায়িউস সানায়ি
প্রতিবেদন, শেখ মোঃ রুবেল হাসান (বাবু)
No comments:
Post a Comment