রীনা তালুকদার
--------------------
হারিয়ে যাওয়া ঘুড়িটা খুঁজতে খুঁজতে
মন চলে যায় দূরে.... ছবি ছবি গ্রাম গুলোয়
ঐ যে দূরে উঁচু উঁচু বাঁশের ঝাড়
নারকেল বীথি, অশ্বথ আর এক পায়ের তাল গাছ
লদের ঝি’র মঠের আগায় রহস্যময় কলসিতে
যেটা পাকি মিলিশিয়ার গুলিতে এখন খুলি বিহীন
গ্রামের বড় বিলের ধারে
চিল বসা সবচেয়ে উঁচু গাছটার মাথায়
যতদূর দৃষ্টির সীমানায়
যেখান থেকে শখের ঘুড়িটা নামানো খুব কঠিন
কাছে গিয়েও দারুন চিন্তার রেখা কপাল জুড়ে
কত কত বুদ্ধির আনাগোনা নার্ভ সিস্টেমে
মনে হয় ছুঁতে পারব; নামিয়ে ফেলব ঠিক
নাঙা পায় আগপিছ হাঁটা
একা একা কতশত কথার ফুলঝুড়ি
পথের কাঁকরে কাটা ব্যাথা ভরা বুড়ো আঙুল
দূরান্তে দূরের বন্ধুদের উদ্দেশ্যে
জোরেশোরে চিৎকার করে বলা
এইতো ...এখানে প্রিয় ঘুড়িটা....
আকাশে ততো দূরেই ভাল যতটা দূরে গেলে
নেটওয়ার্কের মধ্যে থাকে
ভাল আরো অতটা দূরেই
ছট্ করে করতলের নাটাই গোটানো যায়
নীল মেঘের সীমা অতিক্রম হলেই
শূন্যে মাতাল হাওয়ার দখলদারি
ব্ল্যাকহোল যেমন কিছুই পাবার নয়
স্বাধীনতার অপমান করলে
স্বাধীনতাও পালিয়ে যায়
গেছো কি সীমানা পেরিয়ে ?
সীমান্ত রক্ষীর ব্যর্থতা ছিলো কি
ভালোবাসা কি আবেগ বিহীন !
তাহলে এ বাড়ীর বৈকালিক চায়ের ধোঁয়া দেখি
ও বাড়ীর বিলাসী জানালার অলসতা ভাঙেে
এ বাড়ীর নিঃশ্বাসে সতেজ হচ্ছে
ও বাড়ীর ত্রিকোণ বারান্দার গুচ্ছ বেলি
ও বাড়ীর ছাদে হঠাৎ হঠাৎই
ঠা ঠা করে হাসছে বোগেনভিলিয়া
নিখাদ ভালবাসাইতো সমস্ত বিসর্জনে
নয় সংসার বৈরাগ্য তবু উদাসীন গভীর রাতের বালিশ
একই আয়নায় বহুরূপী রহস্যময় চোখ
মায়াবী সেই ঘুড়িটা আটকে গেছে পাশের বাড়ীর ছাদবৃক্ষে
এক জীবনের আনন্দ ও প্রশান্তি কী শুধু -
মুহূর্তের কম্পিত ঠোঁটের পরশ !!
No comments:
Post a Comment