Sunday, December 13, 2020

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস!!




 গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

১৪ই ডিসেম্বর ২০২০ খ্রিঃরোজ::সোমবারসময়::১২.১০ মিনিটhttps://satpuabd.blogspot.com/2020/12/blog-post_13.html

স্মরণীয় এই দিনে সকল বুদ্ধিজীবীকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং সেই সাথে প্রত্যেকের আত্মার মাগফেরাত কামনা করছি। 🖤


শ্রদ্ধা মাগফেরাত___শহীদ বুদ্ধিজীবী


"চাইলেই একটি জাতির মেরুদণ্ড ভেঙে ফেলা যায় না, শহীদ বুদ্ধিজীবীরা তাঁদের প্রাণোৎসর্গের বিনিময়ে যে উর্বর আর তীক্ষ্ণ মস্তিষ্কের বীজ বুনে গেছেন তা আজও বাংলার সমগ্র জমিনকে রেখেছে স্বাধীন, সার্বভৌম ও অক্ষত।"


~ শেখ রুবেল

No comments:

Post a Comment