![]() |
ডাক্তার মিজানুর রহমান এবং তার পিতা ফজলুর রহমান |
মানবিক ডাক্তার মিজানুর রহমান
---------------------------------------------
তিনি ইচ্ছা করলেই দেশের স্বনামধন্য নাম করা প্রাইভেট হসপিটালগুলোতে মোটা অংকের টাকা নিয়ে রোগী দেখতে পারেন। কিন্তু সে অর্থের লোভ না করে এলাকা ও দেশের মানুষের সেবা দেওয়ার ইচ্ছায়,,সরিষাবাড়ী আল-হেরা ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। Interesting বিষয় হল পরিচিত এবং অপরিচিত যেকোনো ব্যক্তি খরচ বহন করার মত যাদের সামর্থ্য নেই এমন অসংখ্য ব্যক্তিদেরকে বিনামূল্যে চিকিৎসা দিয়ে ইতিমধ্যেই মানুষের হৃদয়ে মানবিক ডাক্তার হিসেবে স্থান করে নিয়েছে।
তাহার নম্রতা ভদ্রতা সহমর্মিতা দারুন ভাবে ফুটে উঠেতেছে রোগীদের সেবার মাধ্যমে!
মানবিক ডাক্তার মিজানুর রহমান তাহার পাশে বসা বয়স্ক ব্যক্তিটি হল তাহার সুযোগ্য পিতা জনাব মোঃ ফজলুর রহমান
হঠাৎ চিকিৎসা নেওয়ার জন্য তার ছেলের নিকট রোগী হিসেবে চেম্বারে হাজির,,আর তাৎক্ষণিক ছেলে তার চেয়ার ছেড়ে বাবাকে বসতে দিলেন এবং বাবার চিকিৎসা সম্পন্ন করলেন। আমাদের সাতপোয়া ইউনিয়ন,সরিষাবাড়ি,জামালপুর রৌহা গ্রামের সুযোগ্য সন্তান মানবিক ডাক্তার জনাব মিজানুর রহমান তিনি এবং তাহার পরিবারসহ সকলের সুন্দর সুস্থ জীবন কামনা করছি পাশাপাশি মানবিকভাবে মানুষের সেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
SM.RUBEL (HB)
Satpuabd.blogspot.com