Sunday, June 22, 2025

ব্রিজ ভাঙ্গেনি ভেঙেছে লক্ষাদিক মানুষের স্বপ্ন!

শুয়াকৈর ব্রিজ

সরিষাবাড়ি উপজেলা কামরাবাদ ইউনিয়নের অন্তর্গত গ্রাম শুয়াকৈর নদীর উপর ব্রিজটি তৈরি করার অল্প দিনের মধ্যেই ভেঙে পড়ে! দীর্ঘদিন যাবৎ অচল অবস্থা পড়ে আছে!কিন্তু দায়িত্বশীল কোন মহলের নজরে এনে মেরামতের চিন্তাভাবনাও করছে না এখানে ব্রিজ ভাঙ্গেনি ভেঙেছে হাজারো মানুষের স্বপ্ন!! লক্ষাধিক মানুষের যাতায়াত এই নদীর উপর দিয়ে তাদের দুর্ভোগ কষ্ট দেখার যেন কেউ নেই!!

যথাযথ কর্তৃপক্ষ নিকট জোর দাবি এবং আকুল আবেদন জানাচ্ছি শীঘ্রই এই লক্ষাধিক মানুষদের কষ্টের দিকে তাকিয়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ রইলো

তার সাথে এলাকাবাসীর সহ সকলকে আওয়াজ উঠান যেখানে যেতে হয় সেখানে যান সবাই জোটবদ্ধ হয়ে দাবি আদায় করুন,,

ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে এই দুর্ভোগের মধ্য থেকে পরিত্রান দিক।

 SM.RUBEL (HB)

Satpuabd.blogspot.com

Sunday, June 1, 2025

প্রিয় নবী (সাঃ) কুরবানীর পশুর যে যে অঙ্গ খাইতে নিষেধ করেছেন


গ্রামের সার গরু



মুসলিম ধর্মালম্বীদের প্রায় মানুষ হালাল প্রাণী হাদিস কোরআন থেকে জানে উট দুম্বা গরু ছাগল ভেড়া ইত্যাদি উপরিউক্ত পশু গুলো কোরবানির উপযুক্ত পশু তবে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অপছন্দনীয় অঙ্গের কথা ব্যক্ত করেছেন। এবং কুরআনে উল্লেখ্য আছে,যা আমাদের জন্য খাওয়া মোটেও ভালো না তা হল 

০১/পুরুষ পশুর প্রজনন অঙ্গ

০২/অণ্ডকোষ

০৩/মাদি প্রাণীর প্রজনন অঙ্গ

০৪/মাংস গ্রন্থি (টিউমারের মতো)

০৫/মূত্রথলি

০৬/পিত্ত

উপরিউক্ত অঙ্গ ব্যতীত হালাল পশুর বাকি সবকিছু খাওয়া যাবে

দলিল সূরা আল আরাফ,,

১৫৭ বাদায়িউস সানায়ি


     প্রতিবেদন, শেখ মোঃ রুবেল হাসান (বাবু)