Thursday, February 15, 2024

কবি হয়ে ওঠা


 প্রিয় কবি

যুগে যুগে যারা ইতিহাস তৈরি করেছে যাদেরকে আমরা মনে রাখি,তারা সবাই কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করে সুনাম অর্জন করেছে।

যদিও সুনাম বয়ে চলে তাদের অবর্তমানে।

বাস্তব সঙ্গী হয়ে তেমনি পরিশ্রমী সংগ্রামী একজন, যিনি অন্যদের মধ্যে বড় হয়ে উঠেও নিজেকে অতি ছোট হয়ে জীবন যাপন করে। যার প্রতিটা পদক্ষেপে শারীরিক এবং মানসিক আর্থিক সহ চাপ নিয়ে জীবনের পথ অতিক্রম করে!! নিজের সাথে নিজেই সংগ্রাম করে বেড়ে ওঠা! বলছিলাম জলছাপ এবং প্রায় ২৫ টি  বই এর লেখকঃ-

আমাদের জামালপুর জেলা মেলান্দহ থানার অন্তর্ভুক্ত টনকী বাজার গোবিন্দী গ্রামে

পিতাঃ মজিবর রহমান জুলু

মাতাঃ জহুরা বেগম বানেছার কুল আলোকিত করে পিতার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করে

কবি মনিরুজ্জামান বাদল আবির্ভাব/ভূমিষ্ঠ/ জন্মগ্রহণ করেন.

আমাদের সাতপোয়া ইউনিয়ন,সরিষাবাড়ি,জামালপুর blogger এর পক্ষ থেকে তার প্রতি দোয়া এবং ভালোবাসা রইলো,, যেন সমস্ত খারাপ সময় পার করে,, যেন তিনি ভালো থাকে।(আমিন)


বই মেলায় ২০২৪ সালে প্রকাশিত জলছাপ বইটি পেতে ৬৮৬ নং চলে আসুন


(ভুল মার্জনীয়)

ডাক্তার মিজানুর রহমান

ডাক্তার মিজানুর রহমান এবং তার পিতা ফজলুর রহমান  মানবিক ডাক্তার মিজানুর রহমান --------------------------------------------- তিনি ইচ্ছা করলেই ...